জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে মাঠে নামার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন নাসির হোসেন। এবারের এনসিএলে ৮০০ থেকে ১০০০ রান করতে চান বলে জানিয়েছিলেন নাসির।
সে পথেই যেন হেঁটে যাচ্ছেন নাসির। এনসিএলে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন নাসির। বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন রংপুর বিভাগের হয়ে খেলা নাসির।
৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন তিনি। আজ তৃতীয় দিন মাঠে নেমে কোনো ঝুঁকি নেননি নাসির। ২২০ বলে ১১ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৬ রানে আউট হন তিনি।
প্রথম ইনিংসে ৩৬৫ রান করে ঢাকা বিভাগে। ঢাকার হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফ হাসান। তিনি ২৩৩ বলে ১২৭ রানের দারুণ এক ইনিংস খেলেন।